রাজ্যে ভাঙা বাঁধ গুলো অবিলম্বে মেরামতের দাবি "আমরা বাঙালি "র
নয়া ঠাহর ,শিলচর : ভাঙা নদী বাধগুলি থেকে জল প্রবেশ করে অসমে ফের জলের প্রবেশ বিপদ সীমার উর্ধে উঠেছে । এমতাবস্থায় ভাঙা নদী বাধ গুলিকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামৎ করার দাবী তুলল 'আমরা বাঙালী' অসম রাজ্য কমিটি ।
সংগঠনের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ এক প্রেস বিবৃতি তে বলেন- গত একশো বছরেরও অসম এইরকম বিধ্বংসী বন্যা দেখেনি। শত শত মানুষ মারা গেছেন , অর্ধাহারে- অনাহারেও থাকতে হয়েছে প্রচুর মানুষ কে । অসমের বাণিজ্য কেন্দ্র শিলচরে কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে । সাধারণ মানুষের ঘর-বাড়ী ভেঙে পড়েছে, গবাদি পশু মারা গেছে । নৌকা হয়ে গিয়েছিল চলাচলের ভরসা । খাদ্য নেই, বিদ্যুৎ নেই, সরকারি ত্রাণ রিলিফ ক্যাম্পের মধ্যেই সীমাবদ্ধ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নিজ উদ্যোগে সেবা প্রদান করেছে। তবু তারাও শহরাঞ্চলেই রয়ে গেছিলেন,অলি-গলির নাগরিকরা ব্রাত্য ই থেকে গেছেন। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে অলি-গলিতে গিয়ে নাগরিকদের সেবা প্রদানের আবেদন করেছিলাম । তারা গিয়েওছিলেন । পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে পা বাড়াচ্ছিল , এমতাবস্থায় ভেঙে যাওয়া নদী বাধ গুলি থেকে প্রবেশ করা জল তাতে বাধ সাজলো । এই জল প্রবেশ করে বিপদসীমার ঊর্ধে উঠে গেছে । সরকারের কাছে 'আমরা বাঙালী' দাবী রাখছে - যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে যাওয়া বাধ গুলিকে মেরামৎ করতে হবে ।
নিবেদক--
আবুল কালাম বাহার
প্রচার সচিব, আমরা বাঙালী
অসম রাজ্য কমিটি
৫/৭/২২
কোন মন্তব্য নেই