ঘরে ঘরে জাতীয় পতাকা তুলে দেশবাসীকে এক সূত্রে জুড়ে দিন প্রধানমন্ত্রীর আহবান "মন কি বাত "এ
অমল গুপ্ত ,গুয়াহাটি: আসন্ন ৭৫বর্ষ স্বাধীনতা দিবসের প্রাক কালে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি "মন কি বাত" শীর্ষক জনপ্ৰিয় মনের কথায় দেশের স্বাধীনতা সংগামী দের স্মরণ করেন। বলেন স্বাধীন তা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে দেশের স্বাধীনতা এসেছে । আসন্ন ৭৫বছর স্বাধীনতা দিবস "আজাদী কি অমৃত মহোৎসব" হিসাবে উদযাপিত হবে। দেশের সমাজ জীবনের কলা কৃষ্টি সাংস্কৃতিক বর্নময় জীবন তুলে ধরা হবে। "ঘর ঘর মে তেরঙ্গা"কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বলেন, প্রতি ঘরে জাতীয় পতাকা তুলুন আর দেশকে দেশের মানুষ কে এক সূত্রে এক সঙ্গে জুড়ুন। প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমন আজও চলছে ,তা মোকাবিলা র ক্ষেত্রে ভারত বিশ্ব কে পথ দেখিয়ে ছে। দেশের মেডিকেল প্ল্যান্ট ভেষজ গুনে ভরা, আয়ুস বিভাগ আজ সারা বিশ্বে রপ্তানি করছে।দেশে হারবাল ইনস্টিটিউট গড়ে গবেষণা চলছে। বিশ্ব বাজারে ১০হাজার কোটি টাকার ঔষধ রপ্তানি করেছে। দেশ এ মৌমাছি পালনের প্রসঙ্গে প্রধান মন্ত্রী বলেন দেশের বিভিন্ন রাজ্যে যুবক রা মৌমাছি চাষ শুরু করে আর্থিক স্বাবলম্বী হচ্ছে। দেশের মেলা সংস্কৃতি ,দেশের পুতুল শিল্প, খেলাধুলা নিয়েও কথা বলেন। বলেন আগামী" মন কি বাত 'স্বাধীনতা র একশো বছরের পথে হাঁটবে তা আরো তাৎপর্য পূর্ন হয়ে উঠবে। সবকে সাথ সবকে বিকাশ ত্বরান্বিত হবে।
কোন মন্তব্য নেই