বর্ষা শ্রী নামে এক ছাত্রী কবিতা লেখার দায়ে জেলে যেতে হল
নয়া ঠাহর,গুয়াহাটি:রাজ্যে সম্ভবত এই প্রথম উজানের এক ছাত্রী বর্ষাশ্রী বুড়া গোহাই face বুকে এক কবিতা লেখার দায়ে জেলে যেতে হয়েছে।তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত কিন্তু দাবি করেন কবিতা লেখার জন্যে তাকে ধরা হয়নি। মুখ্য মন্ত্রী বলেন ছাত্রীটি আলফা তে গিয়ে মানব বোমা হয়ে ফিরে আসবে। তা হতে দেওয়া হয় না। মুখ্যমন্ত্রী বলেছেন তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। স
কোন মন্তব্য নেই