Header Ads

আয়ুস বা ভেষজ চিকিৎসা জন প্রিয় হচ্ছে দেশের ২০মানুষ উপকৃত হয়েছে দাবি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়ালের

নয়া ঠাহর, কলকাতা:অসমের প্রাক্তন সফল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল কেন্দ্রের  জাহাজ ,বন্দর, জলপথ উন্নয়ন ছাড়াও আয়ুস  মন্ত্রণালয়ের  দায়িত্ব গ্রহণের পর  আয়ুস বিভাগের বিকাশে গতি পেয়েছে। অসমে ঔষধি গুন  সম্পুর্ন গাছ গাছড়া রোপনের উপর জোর দিয়েছেন অসম সন্তান সর্বানন্দ।তিনি এক সাংবাদিক  সন্মেলনে জানান দেশের ২০কোটি মানুষ  আয়ুস  বিভাগের কাজ কর্মের ফলে বিনা মূল্যে চিকিৎসা পাচ্ছে। উপকৃত হচ্ছে। জানান ভেষজ গুন সম্পন্ন গাছ গাছড়া কে প্রক্রিয়া করণ করে  ঔষধ উৎপাদন করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.