আগরতলা: কিছুক্ষণের বৃষ্টিতে প্লাবিত আগরতলা। রাস্তায় দাঁড়িয়ে গেছে জল। জল ঢুকছে মানুষের বাড়িঘরেও।শুক্রবার রাজধানীর মোটর স্ট্যান্ড, ওরিয়েন্ট চৌমুহনী সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি চলে গেছে জলের তলায়৷ সময়মত নালাগুলি পরিস্কার না করার ফল ভুগতে হচ্ছে শহর আগরতলার মানুষদের।
কোন মন্তব্য নেই