Header Ads

নওগাঁ গুনউৎসবে দুই ক্যাবিনেট মন্ত্রী

নগাঁওতে গুণোৎসবের কার্যসূচীতে দুই জন কেবিনেট মন্ত্রী।
শিক্ষকের রূপে দেখা গেল মন্ত্রী অজন্তা নেওগ -সঞ্জয় কৃষানকে।
সুনীল রায় নগাঁও ১৩মে :- রাজ্যব্যাপী আরম্ভ তৃতীয় পর্যাযের তৃতীয় দিনে আজ সকালে নগাঁওতে উপস্থিত হয়ে বিত্ত মন্ত্রী অজন্তা নেওগ। বৃষ্টির মধ্যে মন্ত্রী জনে আজ সকাল ৯-৩০ মিনিটে নগাঁও খাগরিজান প্রাথমিক শিক্ষা খন্ডের অন্তর্গত হযবরগাঁও গালর্স হাইস্কুলে হয়ে ছাত্র-ছাত্রীর সহিত মত বিনিময় করে।নেওগে বিদ্যালয়টির একটি শ্রেনী কোঠাতে প্রায় আধা ঘন্টা সময় ছাত্র -ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন করার সাথে তার শৈশবের কিছু অভিজ্ঞতার বিষয়ে ব্যক্ত করে আবেগিক হয়ে পরে। বিশেষকরে তিনি ছাত্র ছাত্রী সকলকে ধৈর্য এবং একাগ্ৰতারে অধ্যায়নে ব্রতী হতে আহ্বান জানায়।পরে মন্ত্রীজনে সংবাদ মাধ্যমের কাছে বলেন যে, " বিদ্যালয় টির শিক্ষণ পদ্ধতি যধেষ্ট উন্নত মানের।গুণোৎসবসরকারের এক ভাল পদক্ষেপ বলে উল্লেখ করে মন্ত্রী জনে বলেন যে, বিদ্যমান সমূহ তে শুধু আন্ত গাঁথুনি ঠিক থাকলেই হবেনা এর শিক্ষার মানদন্ড উন্নত করতে হবে।যার মাধ্যমে সরকারী শিক্ষানুষ্টান সমূহ তে জনগনের আস্থা এবং বিশ্বাস ঘুরিয়ে আনতে হবে। যে সকল ছাত্র - ছাত্রী বা অভিভাবক সরকারী শিক্ষানুষ্টানের প্রতি মোহ ভংগ হয়েছে, তাদের কে পুনর ঘুরিয়ে আনার জন্য আসলে গুণোৎসবের মত কার্যসূচী হাতে নিয়েছে। বিশেষ করে গুণগত শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে এইটি হলো গুণোৎসবের মূল‌ উদ্দেশ্য। বিদ্যালয়টির আন্ত: গাঁথুনি যথেষ্ট উন্নত না বলে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জনে " এই দিকটি তিনি গুরুত্ব সহকারে নিযেছে এবং বিষয়টি সরকার কে অবগত করবে।
আন্যদিকেএকেটি শিক্ষাখন্ডের অন্তগর্ত মন্টেচরী বিদ্যালয়ে উপস্থিত হয় রাজার চা জনজাতি কল্যাণ এবং শ্রম এবং নিয়োগ মন্ত্রী সঞ্জয় কৃষান।মন্ত্রী জনে নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে ছাত্র- ছাত্রীর সহিত মতবিনিময় করে। তাছাড়া বিদ্যালয়টির শিক্ষণ পদ্ধতি সমূহ নিরীক্ষণ করার সাথে শিক্ষক-অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা সমিতির বিষয়বরীয়া সকলের সহিত ও মত বিনিময় করে বিভিন্ন সমস্যার বুজ নেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.