Header Ads

১৯ মে বরাকের শহীদদের স্মৃতিতে


( ১৯৬১ ইংরেজির ১৯শে মে বরাক উপত্যকার মাতৃভাষা শহিদদেরআত্মবলিদানের কথা   মনেরেখে) 

জন্মথেকে / আশুতোষ দাস। 

জন্ম থেকে  ইষ্টিকুটুম  পাখির মতন  বাংলাভাষা বলতে বলতে  পথচলা,
 জন্ম থেকে  ধুলোবালি  মেখে আমি  উড়নচণ্ডী  খেলতে খেলতে মা মা বলা। 
জন্মথেকে  হাসিখুশি  প্রেমপিরিতি   রাগঅভিমান সকল কিছু  তোমার সঙ্গে,
 জন্মথেকে  লতাগুল্মের  মতনআছি  আষ্টেপৃষ্ঠে সারাবেলা তোমার অঙ্গে।
 জন্ম থেকে তুমি আমার আকাশ জুড়ে সন্ধ্যাতারা ভালোবাসার রাইকিশোরী
জন্ম থেকে তুমি আমার মা জননী তোমার তুলনা কেউ হবেনা তোমার জুড়ি। 
জন্মথেকে৷ তুমিআমার৷  চোখে কাজল   পালাগানের  সংঘ সখা কীর্তনীয়া, 
 তুমি আমার বাংলা ভাষা বলতে থাকা মনি মানিক শিহরণে জাগে হিয়া।
 জন্ম থেকে তুমি আমার রক্ষাকবচ সারাবেলা  ভালোলাগার কুসুম ফোঁটা, 
তুমি আমার জন্মান্তরের লক্ষ্মীর বাঁধন  যেমনি লাগে  একেকবেলা কাঁঠালের আঠা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.