Header Ads

খনি, ইস্পাত,সিমেন্ট শিল্পে ধূলিকনা কোটি কোটি শ্রমিক সিলিকসিস রোগে আক্রান্ত

নয়া ঠাহর, কলকাতা: দেশে  মূলত খনি  শিল্প ছাড়াও ইস্পাত ,সিমেন্ট,বিদ্যুৎ শিল্পের   ধুলো বালি লাখ লাখ শ্রমিকের  দেহে ঢুকছে,  সিলিকসিস সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। নিঃশ্বাস  নিতে পারে না।স্বাস্ কষ্ট হয়।  ১৯৩২সালে   জোহানসবার্গ সন্মেলিনে এই রোগটিকে পেশাগত রোগ বলে  আখ্যা দেওয়া হয়।  ভারতে তাকে নোটিফায়েড  ডিজিজ বলা হয়।তার চিকিৎসা এই দেশে নেই বললেই চলে।কোটি কোটি শ্রমিক  সিলিকসিস রোগে আক্রান্ত হচ্ছে। কারো কোনো খবর নেই। এই সব শিল্প চার পাশে দূষণ  ছড়াচ্ছে । নদ নদীর জল দূষিত  হচ্ছে। কল্যাণকামী সরকারের কোনো খবর নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.