Header Ads

তেজপুরে বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত

তেজপুর শহরে বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত ....
পিন্টু রয় , তেজপুর ২৩ মার্চ : শোণিতপুর জেলার মুখ্য শহর তেজপুরে আজ হিন্দি সিনেমার দুই বিখ্যাত অভিনেত্রী পুনম ঢিলন এবং জিনাত আমান উপস্থিত হয় । তেজপুর গনেশ ঘাট ব্রহ্মপুত্র নদীর কাছে গণেশ মন্দিরে তাহারা পূজা-অর্চনা করেন ।এই দুই অভিনেত্রী ঐতিহাসিক তেজপুর শহর ভ্রমণের জন্য এসেছে বলে উল্লেখ করে যদিও ভবিষ্যতে তাহারা তেজপুর এবং অরুণাচল সীমাবর্তি অঞ্চল সমূহে শুটিং করার পরিকল্পনা করছে বলে জানা গেছে । তেজপুর শহরের ইতিহাস যেমন উষা-অনিরুদ্ধর প্রেম সম্পর্কীয় ইতিহাস , মহাভৈরব মন্দির এর ইতিহাস ইত্যাদি এ সমস্ত ইতিহাস শুনে এই দুই অভিনেত্রী খুবই আনন্দিত । আগামী এপ্রিল মাসে পুনম ঢিলন পুনৰ তেজপুর শহরে আসবেন বলে সাংবাদিককে জানান ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.