Header Ads

তেজপুরের পেপার মিলের দূষিত জল দূষণ ছড়াচ্ছে


স্টাফ রিপোর্টার , তেজপুর : অভিযোগ উত্থাপন হয়েছে যে তেজপুর তিন মাইল গ্রাম্য অঞ্চলে স্থিত " স্টার পেপার মিল " নামের মিলটির ভেতরে ব্যবহার করা সমস্ত বিষাক্ত জল মিলটির পেছন দিক দিয়ে ছাড়া হচ্ছে । সেই বিষাক্ত জল গুল মিলটির কাছে  থাকা মরাভরলী নদীতে গিয়ে পড়ছে যার ফলে নদীটির মাছ এবং অন্যান্য পশু ধনেরও ক্ষতি হচ্ছে । এ ক্ষেত্রে স্বত্বাধিকার মিল অথবা উদ্যোগের নিয়ম নীতির বিষয়ে ভালো করে অবগত যদিও স্বত্বাধিকারে সেই নিয়ম নীতির বরূদ্ধে কাজ করছে বলে গুরুতর অভিযোগ করেছে স্থানীয় নিবাসী এবং নেমসু নামের সংখ্যালঘু সংগঠনটিয়ে । সংগঠনটির জেলা সভাপতি শোণিতপুর জেলা প্রশাসনকে অতি শীঘ্রই এর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.