Header Ads

বিদ্যভারতীর ত্রিপুরেশ্বরী শিশু মন্দিরে প্রজেক্টর ও কীবোর্ড প্রদান


নয়া ঠাহর প্রতিনিধি, ধর্মনগর: পদ্মপুরের বিদ্যাভারতীর অন্তর্ভুক্ত ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ে সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কান্তি গোপাল দেবনাথ বিদ্যালয়ের প্রধানাচার্য গৌরাঙ্গ চন্দ্র নাথ ও বিদ্যালয় কমিটির বিশিষ্ট দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিত্ব সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতিতে CASIO COMPANY এর ৯৯,৯৯৫ টাকা মূল্যের উন্নত মানের একটি প্রজেক্টের ও ২২০০০ টাকা মূল্যের একটি CASIO KEYBOARD প্রদান করেন। উক্ত প্রজেক্টর ও কীবোর্ড কান্তি গোপাল দেবনাথ দিল্লীর CASIO COMPANY এর সাথে যোগাযোগ করে ত্রিপুরাতে আন্তে সক্ষম হন। এই প্রজেক্টর এর মাধ্যমে ত্রিপুরেশ্বরী শিশু মন্দির বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিশেষ ভাবে উপকৃত হবে এবং কীবোর্ড এর মাধ্যমে ছাত্রছাত্রীরা সংগীত শিক্ষাও নিতে পারবে । বিদ্যালয়ের কর্তৃপক্ষ কান্তি গোপাল বাবুকে  এই সৎ প্রচেষ্টা ও জনহিতৈষী মানসিকতার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এর পূর্বেও কান্তি গোপাল বাবু PROJECT SHINE LED নাম একটি প্রকল্প ত্রিপুরাতে নিয়ে আসেন ও 2020 সালে করোনা অতিমারীর কঠিন সময়ে প্রায় শতাধিক বেকার যুবকদের স্বল্পকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করেন ও উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা ও খোয়াই জেলাতে প্রায় ৭০ হাজার পারিবাবে ৪ লক্ষাধিক LED বাল্ব মাত্র ১৫ টাকা মূল্যের বিনিময়ে বন্টন করেন। উনার এমন সামাজিক কাজের জন্য সমাজের সকল স্তরের শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা সাধুবাদ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.