হিমন্তের প্রশংসা করলেন নির্মলা সিতারামান,সর্বানন্দ কলকাতা বন্দরের উন্নয়ন করবেন
নয়া ঠাহর গৌহাটি কেন্দ্রের অর্থ মন্ত্রী নির্মলা সিতারামন বলেন হিমন্ত পাঁচ মাসেই দেশের মানুষের মন জয় করে নিয়েছেন।তাই অসমের উন্যানমূলক কাজে কেন্দ্র দেদার অর্থ দেবে।তিনি হাফলং এ ১২০ মে গাওয়াট নামনি কপিলি জল বিদ্যুৎ প্রক্ল্পর ভূমি পূজা করেন।৯০কিলোমিটার দুই লেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে অসমের প্রাক্তন মুখ্মন্ত্রী মন্ত্রী সর্বানন্দ সনয়াল কেন্দ্র জাহাজ উন্নযনবিষয়ক মন্ত্রী হিসাবে ব্রহ্মপুত্র নদে জাহাজ চলাচলের ব্যবস্থা গ্রহণের কথা বলেন। ১৫০বছরের কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের সার্বিক উন্নয়নের সিদ্ধান্তের কথা জানান।
কোন মন্তব্য নেই