Header Ads

শুয়োরের কিডনি মানবদেহে ,প্রথম ছিল অসম

নয়া ঠাহর,গুয়াহাটি,  শুয়োরের কিডনি মানবদেহে   সংস্থাপনের প্রথম চেষ্টা   হয়েছিল অসমে। এবার আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই কাজে সাফল্য পেয়েছে।  তারা বলেছেন মানবদেহে কাজ করছে পশুর কিডনি। তবে  শুয়োরের  কোষে উপস্থিত একটি  শর্করা জাতীয়  পদার্থ সমস্যা সৃষ্টি করছিল। বিজ্ঞানী রবার্ট   মন্টে গোমারি  জানান  ভিন্ন প্রাণীর কিডনি স্বাভাবিক কাজ করছে। ২০থেকে  ২৩ বছর আগে অসমের  গুয়াহাটি শহরের এক পাহাড়  টিলা তে  হাসপাতাল তৈরি করে এক ডাক্তার প্রথম  শুয়োরের কিডনি মানব দেহে সংস্থাপনের চেষ্টা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.