Header Ads

হিন্দি দিবস পালন বদরপুরে

 

সুব্রত দাস বদরপুর: করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ‍্যেগে ভারত যুব বিকাশ ক্লাবের আয়োজনে হিন্দি দিবস পালন করা হয় বদরপুরে ঘাটে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বদরপুর ঘাটে  বিশাল ভাবে পালন করা হয়েছে হিন্দি মহোৎসব। হিন্দি দিবস হিসাবে মূখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন রনেন্দ্র পুরকায়স্থ,বদরপুর রেলওয়ে হায়ার সেকেন্ডারি বিদ‍্যালয়ের হিন্দি শিক্ষক মাখন লাল সুত্রধর,সমাজসেবী দীপক দেব,পতঞ্জলি মহিলা প্রভারী  মধূমিতা দাস। অনুষ্ঠানের সূচনা প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের পূজনের মাধ্যমে করা হয়। অনুষ্ঠানে অর্জুন তেলেঙ্গী হিন্দি গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন তনু রাহুত,সুরজ দাস,রানী দাস,নমি তেলেঙ্গী,মধুমিতা দাস এবং সঙ্গে বিভিন্ন ধরনের হিন্দি গান পরিবেশন করা হয়। হিন্দি দিবস উপলক্ষে রেলওয়ে হায়ার সেকেন্ডারি বিদ‍্যালয়ের হিন্দি শিক্ষক মাখন লাল সুত্রধর বলেন মাতৃভাষার সাথে সাথেই রাষ্ট্রভাষা শিক্ষা গ্রহণ করা অনিবার্য। আসামের বরাক উপত্যকা,ধুবরী,হোজাই ছাড়াও দেশের কিছু কিছু রাজ‍্যের বেশ কয়েকটি অঞ্চলের সাধারণত মানুষেরা রাষ্ট্রভাষা জানে না। যদিও ভাষা বুঝতে পারলেও হিন্দি ভাষায় কথা বলতে পারে না। করিমগঞ্জ জিলার মহিলা প্রভারী মধুমিতা দাস বলেন বাড়ির প্রত‍্যেক মায়েরা হিন্দি কথা শিখতে হবে। তাহলে সন্তানদের হিন্দি কথা শিক্ষার জন্য সুবিধা হবে। এই হিন্দি দিবস উপলক্ষে ভারত যুব বিকাশ ক্লাবের সভাপতি, সম্পাদক,সদস্য মিঠুন সরকার,তনু রাহুত,অর্জুন তেলেঙ্গী,কুন্দন রাহুত,রুমা দাস (রানী),কৃষ্ণা তেলেঙ্গী,সুরজ দাস,শিবা সিং উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.