Header Ads

কলকাতা মহিলাদের জন্যে নিরাপদ? দেশে প্রতিদিন ৭৭ জন ধর্ষণের শিকার


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : কলকাতা মহিলাদের জন্য  নিরাপদ, গত  সাতবছরে  কলকাতাতে অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ২০২০ সালের দেশের অপরাধ  সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। কলকাতায় প্রতি লাখে ১২৯,৫ টি অপরাধের ঘটনা ঘটেছে। দেশের রাজধানী দিল্লিতে প্রতি লাখে ১৬০৮,৬ টি ঘটনা ঘটেছে। চেন্নাই সব চেয়ে বেশি প্রতি লাখে ১৯৩৭,১ টি ঘটনা ঘটেছে। বুম্বাইয়ে ৩১৮,৬, বেঙ্গালুরুতে ৪০১,৯, হায়দরাবাদে ২৩৩ টি ঘটনা ঘটেছে। এন সি আর বি  রিপোর্ট অনুযায়ী দেশে ২০২০ সালে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে ৯৬ শতাংশ, প্রতিদিন খুন হন গড়ে ৮০ জন, ধর্ষণের শিকার হন গড়ে ৭৭ জন। অসমে মহিলাদের বিরুদ্ধে অপরাধ  সর্বাধিক। ২০২০ সালে প্রতি লাখে ১৫৪,৩ টি ঘটনা ঘটেছে। যা জাতীয় হারের তুলনায় ৫৬.৫ শতাংশ বেশি। দেশের রাজধানীতে অপরাধের সংখ্যা বাড়লেও নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কম। লাখে মাত্র ১০৬.৪ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.