Header Ads

সন্তোষ কন্যা সুস্মিতা দেব রাজ্যসভায় যাচ্ছেন

নয়া ঠাহর,কলকাতা:  মহিলা  কংগ্রেস দলের সর্বভারতীয়   সভানেত্রী সুস্মিতা দেব কে তৃনমূল কংগ্রেস রাজ্য সভায় পাঠাচ্ছেন। শিলচর, আগরতলার প্রাক্তন  সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা   সুস্মিতা দেব মাস খানেক আগে কংগ্রেস থেকে পদত্যাগ করেন।  তৃণমূল দলের রাজ্যসভার সদস্য মানস ভূইযা  পদত্যাগ করেন তার  স্থলে সুস্মিতা কে  রাজ্যসভাতে পাঠানো হচ্ছে।। সুস্মিতা দেব    মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ,দিদি তাকে যে দায়িত্ব দেবে তাই পালন করবে। বলেন ।তৃনমূল একমাত্র দল  বেশি সংখ্যক  মহিলা সদস্য কে সংসদে পাঠিয়েছে। তার রাজ্যসভায়   মনো নয়নে  শিলচর,,আগরতলার  তৃনমূল শিবিরে খুশির হওয়া বয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্মিতা কে ত্রিপুরার  ভাবি মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। অসমের দায়িত্ব ও সুস্মিতা কে দেওয়া হচ্ছে। অসমে নতুন তৃনমূল কংগ্রেস কমিটি গঠন করা হবে।   সুস্মিতা নতুন কমিটি গঠন করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.