Header Ads

দু'দিন বরাক সফরে একগুচ্ছ কার্যক্রম নিয়ে মুখ্যমন্ত্রী

সুব্রত দাস, বদরপুর : শনিবার সকালে শিলচর এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রথমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী যান মিনি সেক্রেটারিয়াটের নির্মাণস্থল শ্রীকোনায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,দুর্গা পুজোর পরেই শুরু হচ্ছে মিনি সেক্রেটারিয়াটের কাজ। ইতিমধ্যে ১১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই মিনি সেক্রেটারিয়াটের ভবন নির্মাণের জন্য,টেন্ডার ২৪ তারিখ। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন দুই থেকে তিন বছরের মধ্যে এই নির্মাণকার্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রীর এই কার্যকালের মধ্যে মিনি সেক্রেটারিয়েটের কাজ সম্পন্ন হয়ে যাবে কিনা এবং তিনি উদ্বোধন করতে আসবেন কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। তিনি আরো বলেন, বেশির ভাগ ছোট ছোট কাজের জন্য গুয়াহাটিতে সেক্রেটারিয়েটে যাওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে যেসব কাজে শুধু প্রশাসনিক অনুমোদনের প্রয়োজন হয়,সেই কাজগুলো মিনি সেক্রেটারিয়াটেই হয়ে যাবে । “আমরা কিছু 

সুনির্দিষ্ট কাজ যেমন পেনশন,ছুটি প্রভৃতি মিনি সেক্রেটারিয়াটে যাতে হয়ে যায় তা নিশ্চিত করব”, বলেন তিনি। মুখ্যমন্ত্রী সেটেলমেন্ট অফিসে দালাল রাজ প্রসঙ্গে বলেন,”বরাক উপত্যকা থেকে দালাল হটানো বেশ কঠিন কাজ। তবে লেগে থাকতে হবে,বরাক উপত্যকার জনগণ সাহায্য করলে সফল হওয়া যাবে।এবং সাংবাদিক থেকে সেটেলমেন্ট অফিসের দালালের তালিকা চান তিনি।” মুখ্যমন্ত্রী তারপর শিলচর রেডক্রসে মাল্টি-ইউটিলিটি ভবনের শিলান্যাস করেন। এই মাল্টি ইউটিলিটি ভবন নির্মাণের জন্য ব্যয় হবে ৫ কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.