Header Ads

টেলিকমে 100 শতাংশ বিদেশি লগ্নি

নয়া ঠাহর,কলকাতা:টেলিকমে  এতদিনে 49 শতাংশ বিদেশি লগ্নি ছিল ।এবার 100 শতাংশ প্রত্যক্ষ   বিদেশি লগ্নির সিদ্ধান্ত গ্রহণ করে  নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর টেলিকম মন্ত্রী   অশ্বিনী  বৈষ্ণ  সাংবাদিকদের একথা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.