অসম কন্যা ব্রোঞ্জ জয়ী বক্সার লাভলিনা বড়গোহাই কলকাতায়
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : অসম কন্যা টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার লাভলিনা বড়গোযাই মায়ের চিকিৎসা করতে কলকাতায় এসেছেন। মা মামনির দুটি কিডনি খারাপ।আগে কলকাতা রবীন্দ্র নাথ ঠাকুর হাসপাতালে একটি কিডনি সংস্থাপন করেছিলেন। অসমের গোলাঘাট জেলার বারমুখিয়া গ্রামের মেয়ে লাভলিনা। আগামী লন্ডন অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে পাখির চোখ করে লাভলিনা এগোচ্ছেন। অসম সরকার আগামী অলিম্পিক আসর পর্যন্ত পুষ্টিকর খাওয়ার জন্যে প্রতি মাসে এক লাখ টাকা দিচ্ছে।তাছাড়া এক কোটি টাকা দেওয়া হয়েছে। লাভলিনার নামে গুয়াহাটিতে এক স্টেডিয়ামে এ নামকরণের প্রস্তাব আছে।তার নিজের সহর ধানসিরি তে বক্সিং একাডেমি স্থাপন করবে সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাভলিনার দেখভাল করার জন্যে গোলাঘাটের ডেপুটি কমিশনারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন।









কোন মন্তব্য নেই