কলকাতা দমদম বিমান বন্দরে পাওয়া তেজস্ক্রিয় পাথরের রহস্য ভেদ করা যায় নি।
নয়া ঠাহর কলকাতা,গুয়াহাটি: বুধবার দমদম বিমান বন্দরে পাওয়া 250 গ্রাম ওজনের চারটি ছাই রঙের পাথর রাতেও জ্বল জ্বল করছে, মেঘালয়ের খনিতে এই ধরণের পাথর দেখা যায়। মেঘলয়ের ইউরেনিয়াম ও মারাত্বক তেজ ক্রিয় , পাথরের কাছে ভিতে থাকা মানুষও অসুস্থ হয়ে পড়ে। কলকাতার পাথর কে ক্যালিফোর্নিয়াম বলা হচ্ছে।দাম17 কোটি বলে সি আই ডি দাবি করেছে। সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার, পোলবার অসিত ঘোষ কে গ্রেফতার করা হয়েছে। ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরির প্রধান উপকরণ। এই পাথরের সঙ্গে যোগ নেই তো?








কোন মন্তব্য নেই