Header Ads

বিদ্যালয়ের কাছে ভিতে তামাক জাতীয় নেশা সামগ্রী বিক্রি নিষিদ্ধ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের বিদ্যালয়ের কাছে ভিতে নেশা জাতীয় তামাক, খৈনি, গুটকা, বিড়ি, সিগারেট  বিক্রির উপর   নিষেধাজ্ঞা আরোপ করেছে  কনজিউমার লিগ্যাল প্রটেকসন ফোরাম।  অসম চেম্বার অফ কমার্স, কনজিউমার ফোরাম নিউ, দিল্লি এবং লিগ্যাল প্রটেকসন ফোরাম  যৌথভাবে এই নেশা জাতীয় সামগ্রী বিক্রির উপর  নিষেধাজ্ঞা করেছে। এই ফোরামের সমন্বয়ক প্রতীক শর্মা এই কথা জানিয়েছেন।  ফোরামে  হাতে হয়ত তথ্য নেই গুয়াহাটির অভিজাত বিদ্যালয় কলেজের বিশেষ করে  বৃহৎ সংখ্যক ছাত্রী মাদক গ্রহণ করে থাকে। ছাত্রীদের মধ্যে মাদকের পুরিয়া  বিক্রি  করতে দেখা যায়। অভিভাবকদের নিয়ন্ত্রণে নেই তাদের  সন্তানরা। গুয়াহাটিতে  বিদ্যালয়ে বা কলেজের পাশে  মদের দোকান রমরমিয়ে চলছে।  এত মদ কে খায়অসম সরকারের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বেজায় খুশি মদ বেশি বিক্রি হচ্ছে আর সরকারের ঘরে  রাজস্ব  ঢুকছে। রাজ্যের যুব প্রজন্ম   নিঃশেষ হয়ে যাচ্ছে। মূল্যবোধের চরম অবক্ষয়। একা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি করবেন। তিনি সব চেষ্টা করছেন। রাজ্যের ৭০ বছরের ইতিহাসে তা দেখা যায় নি।  প্রায় ১৫০ কোটি টাকার মাদক ধরা পড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.