Header Ads

সংস্কৃত ভারতীর উদ্যোগে সংস্কৃত দিবস পালন বিহাড়ায়

 

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ রাষ্ট্রীয় সংস্কৃত সপ্তাহ উপলক্ষ্যে সংস্কৃত ভারতী পশ্চিম কাছাড় জেলার উদ্যোগে রবিবার বিহাড়ায় পালন করা হয় সংস্কৃত দিবস। এ উপলক্ষ্যে বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে কোভিড বিধি মেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রামেন্দ্র ধর। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃত ভারতী পশ্চিম কাছাড় জেলার সহ সংযোজক শ্যামদাস সিনহা। অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের প্রাচার্য বনমালী শুক্লবৈদ্য। অনুষ্ঠানে পরিবেশিত হয় একক ও সমবেত সংস্কৃত গীত, সুভাষিত ও শ্লোক পাঠ। অনুষ্ঠানের প্রধান বক্তা শ্যামদাস সিংহ সরল সংস্কৃত ভাষায় বক্তব্য প্রদান করেন। তিনি সংস্কৃতকে জনভাষা হিসাবে পুনর্জীবিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিলচর মহিলা মহাবিদ্যালেয়ের সংস্কৃত বিষয়ের আধ্যাপিকা নিরুপা ধর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.