পাকিস্তানের থর মরুভূমি শহর মিথি প্রায় আড়াই লাখ হিন্দু মুসলিমদের সঙ্গে বিরোধ নেই
নয়া ঠাহর,ওয়েভ ডেস্ক :
হিন্দু মুসলিম সম্পর্কের টানা পড়েনের মধ্যে পাকিস্তানের সিন্ধ প্রদেশের থর পারকার জেলার সদর শহর মিথি এক আর্দশ। প্রায় তিন লাখ জনগোষ্ঠীর মধ্যে ৮০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। যে শহরে মন্দিরের সুরেলা ঘন্টা শুনে শহর বাসীর ঘুম ভাঙে। মন্দিরের পুজোর সময় মসজিদের আজান বন্ধ রাখা হয়। মসজিদের নামাজ এর সময় হিন্দু মন্দিরে পূজা অর্চনা বন্ধ থাকে। রমজান মাসে হিন্দুরা বাইরে খান না। হিন্দু মানুষ মারা গেলে মুসলিম ভাইয়েরা আগে এসে অন্ত্যেষ্টিক্রিযাতে সাহায্য করে। মুসলিমদের মৃত্যুতে হিন্দুরা ছুটে আসে the wall নামে এক news portal এই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি তুলে ধরেছে। বড় কথা আজ পযন্ত এই মরুভূমি সহরে একটিও সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি।
কোন মন্তব্য নেই