ভোট পরবর্তী হিংসা সি বি আই কয়েকজনকে ধরেছে, অভিষেককে ই ডির তলব
কলকাতা : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা সি বি আই এর তদন্তকারী সংস্থা ২ জনকে ধরেছে। ২১ জনের বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সি বি আই নিয়ে আপত্তি নেই, তবে ওরা বিজেপি কর্মীদের সঙ্গেই কথা বলছেন কেন? মানবাধিকার কমিশন সম্পর্কে বলেন ওদের সব বিজেপি সদস্য। ভোট পরবর্তী হিংসায় কেবল তৃনমূল কর্মীরা মারা গেছেন বলে তৃনমূল কংগ্রেস দাবি করেছে।মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙ্গুল তুলে বলেন কাউকে গ্রেফতার করে আর কারও নাম বলিয়ে দিলাম তা হয় না। এনফোর্স মেন্ট ডিরেক্টরেট বা ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পত্নী রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে।কয়লা কান্ডে টাকা পাচার বিরোধী আইনে মামলা চলছে তাতেই দুজনকে তলব করা হয়েছে। তাতেই মুখ্যমন্ত্রী ক্ষুদ্ধ অমিত শাহ কে হুঁশিয়ারি দিয়েছেন।
কোন মন্তব্য নেই