Header Ads

আমরা বাঙালির কেন্দ্রীয় সচিব শান্তি রঞ্জন পাইন প্রয়াত

কলকাতা : ২৩ শে অগাস্ট ২০২১ ,সোমবার সকাল ৭ টায় কলকাতার শোভাবাজার স্থিত নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'আমরা বাঙালী' সংগঠনের প্রথম কেন্দ্রীয় সচিব শ্রীঁ শান্তি রঞ্জন পাইন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বিগত কয়েকবছর বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে খুব ভুগছিলেন । তাঁর পরলোকগমনে শোকের ছায়া নেমে এসেছে 'আমরা বাঙালী' সংগঠনে । শোক প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন  করতে তাঁর বাড়ীতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় সহ বিভিন্ন সদস্য-সদস্যা । এছাড়াও তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে সংগঠনের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ, ত্রিপুরা রাজ্য সচিব গৌরাঙ্গ রূদ্রপাল,ছাত্র শাখার কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস, মহিলা শাখার কেন্দ্রীয় সচিব প্রণতি পাল , সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ সহ প্রমুখ নেতৃবৃন্দ ।
      আমরা বাঙালী সংগঠনের  আত্মপ্রকাশের সময়কাল ১৯৬৮ সাল থেকে ৮০ র দশকের প্রথমার্ধ পর্যন্ত দীর্ঘকাল তিনি ছিলেন প্রথম কেন্দ্রীয় সচিব । তৎকালীন শাসক দল বামফ্রন্ট ও কংগ্রেসের কোপের মুখেও তাঁকে পড়তে হয়েছে । আন্দোলন করতে গিয়ে হাজতবাস করতে হয়েছে । দেশে জরুরি অবস্থার সময়ও বেশকিছুদিন তাঁকে কারান্তরে যেতে হয়েছে । বহু বাধাবিগ্ন অতিক্রম করে সংগঠনকে বাঙলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন । তাঁর মৃত্যুতে সংগঠনের প্রতিটি সদস্য শোকার্ত , তাঁর আত্মার শান্তি ও উত্তরোত্তর  শ্রীবৃদ্ধি কামনা করেন তারা।

         

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.