Header Ads

রাখি বন্ধন গজকেশরী বিরল যোগ



নয়া ঠাহর প্রতিবেদন,কলকাতা : ভাইয়ের  সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন কামনা করে বোনেরা ভাইয়েদের হাতে রাখি পড়ান।এক পবিত্র  তিথি।বঙ্গভঙ্গ রোধ করে হিন্দু  মুসলিম ভাতৃত্ব বোধ  চির স্থায়ী করতে রবীন্দ্র  নাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ রাখি বন্ধন কর্মসূচীর সূচনা করেন তার বহু আগে মহাভারতের যুগেও রাখি বন্ধন উৎসব ছিল। তা আজ ভাই বোনেরা পারস্পরিক  হাতে হলদে সুতো  পড়িয়ে  পবিত্র  রাখি বন্ধন  উৎসব ৪৫০ বছর পর গজকেশরী বিরল যোগ। জ্যোতিষ শাস্ত্র মতে এই রাখি  অমূল্য। গতকাল শুরু হয়েছে।রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিরল যোগ।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.