Header Ads

কলকাতা বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা


কলকাতা :  ৮, ৯ বছর বেতন বাড়েনি, দাবিতে আন্দোলন করছিলেন।হঠাৎ তাদের দূরে বদলি করে দেওয়ার অর্ডার আসে তার প্রতিবাদে শিক্ষকরা ফেটে পরে।৫ জন শিক্ষিকা সঙ্গে আনা বিষ খেয়ে আত্ম হত্যার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটে যান। শিক্ষকদের হাসপাতালে  ভর্তি করা হয়। চার জনের অবস্থা গুরুতর বলে সংবাদ সুরে জানা গেছে। শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য এই শিক্ষক রা আগে মুখ্যমন্ত্রী র বাড়ির সামনে অবস্থান করেছিলেন।  সরকার বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিল। এদিকে আজ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্র। এবার সন্তানদের  শিক্ষা খরচ ও পাবে। মাস খানেক আগে ডি এ বেড়েছিল এবার বেতন বাড়ছে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.