Header Ads

রিপুন বরার নিন্দা আসাম নাগরিক মঞ্চের

নয়া ঠাহর প্রতিবেদন, হোজাই : হোজাইয়ের আসাম নাগরিক মঞ্চের সাধারন সম্পাদক বিজয় চক্রবর্তী এক বিবৃতিতে বলেছেন, আসাম নাগরিক মঞ্চের হয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি, সাংসদ রিপুন বরা নব নিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের সাংসদ নিশীথ প্রামানিকের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা করছি। আসাম প্রদেশ কংগ্রেস যে মনেপ্রাণে বাঙালি বিদ্বেষী তা রিপুনবাবু আবারও প্রমাণ করলেন মন্ত্রী নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে কল্পিত অভিযোগ পত্র প্রধানমন্ত্রীর কাছে প্রেরন করে। APCCর সভাপতি রিপুন বরা জানা উচিত ছিল যে আসাম চুক্তির আধারে সংশোধিত নাগরিকত্ব আইনের 6,A পশ্চিমবঙ্গে প্রযোজ্য নয়। দ্বিতীয়, ভারতের ভোটার তালিকায় কেবল মাত্র সেই সকল প্রাপ্ত বয়স্কদের নাম পঞ্জীভূত হয় যাঁরা প্রকৃত ভারতীয় নাগরিক। তৃতীয়, নাভূত নশ্রুত ভৌতিক "ডি" ভোটার ও আসাম অবিহনে ভু-ভারতে নেই। চতুর্থ, উপরন্তু CAA19 মতে ২০১৪ ইংরেজি সনের ৩১ ডিসেম্বরের মধ্যে কোনও হিন্দু ও অন্যান্য আরও কয়েকটি অমুসলিম ধর্মীয় সম্প্রদায় যদি ধর্মীয় কারনে নির্যাতিত হয়ে বৈধ বা অবৈধভাবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে এসে থাকে তাহলে ভারত তাদেরকে নাগরিকত্ব দেবে। তাছাড়া, নাগরিকত্ব আইনের  NEUTRALISATION ধারাও পশ্চিমবঙ্গে প্রযজ্য। তাই, নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রিপুনবাবু প্রমাণ করলেন, আসাম প্রদেশ কংগ্রেস এবং তিনি নিজে অস্থিমজ্জায় বাঙালি হিন্দু বিদ্বেষী-কারন নিশীথবাবু বাঙালি হিন্দু। আমি আসাম নাগরিক মঞ্চের হয়ে বিশেষ করে নিশীথ প্রামানিক ও শান্তনু ঠাকুরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রীসভায় সামিল করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছিঅভিনন্দন জানাচ্ছি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনয়ালকে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী পদে নিযুক্তি প্রদানের জন্য। আবার নিন্দা জানাচ্ছি APCC-র সভাপতি, সাংসদ রিপুন বরার বাঙালি হিন্দু বিদ্বেষী মানসিকতার জন্য। রিপুন বরা ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে আমার প্রশ্ন, নিশীথ প্রামানিকের জায়গায় প্ৰধানমন্ত্রী মোদি যদি কোনও মহম্মদ, আলী, খান এই ধরনের উপাধি থাকা নিশীথ বাবুর পর্যয়ের কাকে মন্ত্রীসভায় সামিল করতেন তাহলে নিশীথবাবুর ক্ষেত্রে যে রিপুনবাবু যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা দেখাবার সাহস পেতেন? এটাই APCC তাই নয় কি? তাই, আমি আসাম প্রদেশ কংগ্রেসের সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করার জন্য কংগ্রেসী বাঙালি হিন্দু নেতাদেরকে অনুরোধ করছি। কারণ, বার বার এই দলটি বাঙালির স্বাভিমানকে আঘাত করে। আসামে বাঙালি (হিন্দু) নির্যাতনের অন্যতম কারক আসাম প্রদেশ কংগ্রেস ও তার নেতৃত্ব।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.