Header Ads

কোভিডে স্বামীহারা ১৭৬ বিধবাকে আর্থিক নিরাপত্তা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাজ্যে কোভিড আক্রান্ত  মৃত স্বামীদের  বিধবা  পত্নীদের  সরকার আড়াই লাখ টাকা করে  আর্থিক  অনুদান দিল। আজ গুয়াহাটিতে ১৭৬ জন বিধবা মহিলার হাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেক তুলে দেন।   মোট ৮৮৩ জনের হাতে  এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। বাকি  ৫০০০ জন বাইরে থেকে গেল। আগামী বাজেটে  কিছু টাকা বরাদ্দ করা হবে সেই টাকা দেওয়ার বাবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই আর্থিক নিরপত্তার সুযোগ পেয়ে পরিবারগুলো  কিছুটা হলেও স্বস্তি পেলো। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস, কৃষিমন্ত্রী অতুল বরা প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.