Header Ads

মণিপুরে কালা কানুন, তীব্র প্রতিবাদ "আমরা বাঙালি"র

দিল্লি : বর্তমানে মণিপুর রাজ্যে কেন্দ্র সরকারের অনুমতি সাপেক্ষে রাজ্য সরকার যে inner line permit নামক কালা কানুনটি চালু রেখেছেন- তা আসলে ভারতের স্বার্বভৌমত্বের উপর চরম আঘাত বলে "আমরা বাঙালি" মনে করে। দেশের জনগন দেশের যেকোনো জায়গায় মুক্তভাবে চলাফেরা, বসবাস করার যে সংবিধান স্বীকৃত অধিকার পেয়েছে- তাকে খর্ব করে এই আইন state-within- state স্থাপন করতে চাইছে। সব থেকে বড় কথা এই সরকার জনগতান্ত্রিক কোনও রাজনৈতিক আন্দোলনকে মূল্য দেয়না। তাই "আমরা বাঙালি" দেশের সুপ্রীম কোর্টর শরণাপন্ন হয়েছে- এই কালা কানুন রদ করতে। "আমরা বাঙালি"র একটি প্রতিনিধিদল "আমরা বাঙালি"র কেন্দ্রীয় সচিবের (বকুল রায়) নেতৃত্বে সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী Sir Fuzail Ahmed Ayyubi-এর সাথে দেখা করে উচ্চ ন্যায়ালয়ে বিষয়টি জানিয়ে আবেদন করার অনুরোধ জানান। শুধু তাই নয়, প্রখ্যাত আইনজীবী ও সার্বভৌম বিশেষজ্ঞ সলমন খুরশিদ মহোদয় ও এব্যাপারে Mr.Ayyubiকে সহযোগিতা করার ও সওয়াল করার আশ্বাস দিয়েছেন। Supreme Court-এ কেসটি নথিভুক্ত হয়েছে, provisional application no- 8863- 2021, Amra Bangalee vs Union of India & Ors.Diary no 13057-2021. এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার অনুরোধ জানাই। বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় সচিব, আমরা বাঙালি। উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় প্রচার সচিব, আমরা বাঙালি


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.