দেশে করোনা হার নিম্নমুখি, একদিনে ৮০,৮৩৪ জন, মৃত্যু ৩,৩০৩জন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে
করোনার হার নিম্নমুখি। গত ২৪ ঘন্টায় ৮০ হাজার ৮৩৪জন। মৃত্যু হয়েছে ৩হাজার ৩০৩ জনের। এক্টিভ রোগী ১০লাখ ৩৮হাজার ৫০৭ জন।
দেশে মোট আক্রান্ত ২কোটি ৯৪ হাজার।
অসমে ২৪ ঘন্টায়
আক্রান্ত ৩৪৬২ জন,
মৃত্যু হয়েছে ৪২ জনের।
বঙ্গে আক্রান্ত হয়েছেন ৪,৮৮০ জন।
মৃত্যু হয়েছে ৮৮ জনের। অ্যাক্টিভ রোগী ১৫,১৯২ জন। অসমের গ্রাম
অঞ্চলে করোনার সংক্রমণের হার বেশি।
কোন মন্তব্য নেই