7জুন থেকে কারফিউ শিথিল, ১টা থেকে শুরু, আজমল পরিবারের ৫৮ লাখ টাকা দান
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ার জন্য
কারফিউ এক ঘন্টা শিথিল করল। নতুন এস ও পি অনুযায়ী7জুন
থেকে বেলা ১২ টার বদলে বেলা ১ টা থেকে
কারফিউ জারি করা হবে। দোকানপাট ১২ টা পর্যন্ত
খোলা যাবে। আন্তর্জেলা যাতায়াত সম্পর্কে ৭ জুন
সিদ্ধান্ত নেওয়া হবে। ১৬ জুন
পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এআই ইউ ডি এফের প্রধান বদরুদ্দিন আজমল পরিবারের পক্ষ
থেকে ৫৮ লাখ, ৫০ হাজার
মুখ্যমন্ত্রীর হাতে অপর্ন করা হয়। অর্পণ করেন বদরুদ্দিন আজমলের
ভাই সিরাজুদ্দিন আজমল। কামাখ্যা দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২২ জুন থেকে কেবল অম্বুবাচী র নিয়ম ধর্মীয় রীতি পালন করা হবে। জনসাধারণের প্রবেশ নিষেধ।
কোন মন্তব্য নেই