অসমের ৩৩ জেলাতে মাত্র ১০০০ জন পজিটিভ, করোনা গ্র্যফ নিম্নমুখী, এক বিশ্ব এক স্বাস্থ্য নীতি চান মোদি
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সারা
দেশের অধিকাংশ রাজ্যের সঙ্গে অসমেও করোনা গ্রাফ
নিম্নমুখী। দেশের
রাজধানী নয়া দিল্লিতে লকডাউন শিথিল শুরু হয়েছে।
একমাত্র হরিয়ানা ২১ জুন
পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হয়েছে। দেশে ২৪ ঘন্টায় ১ লাখের নীচে আক্রান্তর
সংখ্যা। পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় ৪ হাজারের তলে সংক্রমণ।
উত্তর-পূর্বের রাজ্যে ৬০০র নীচে ঘোরাফেরা করছে। অসমে ৩৩টি
জেলাতে ৩ থেকে ১২ জুন
পর্যন্ত ১০০০ সংক্রমণ। ১৫ জুন
থেকে লকডাউন শিথিল করার সম্ভাবনা। বেলা ৪ টা থেকে
কারফিউ জারি হতে পারে। তবে
বরাক, তিনসুকিয়া, ডিব্রুগড়, শোণিতপুর, নগাঁও জেলাতে সংক্রমণ হ্রাস পায়নি। লকডাউন শিথিল
নাও হতে
পারে। যে সমস্ত সরকারি
কর্মচারীর দুটি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তাদের সরকারি অফিসে যোগ দেওয়ার নির্দেশ
দিয়েছে সরকার। দেশে আজ পর্যন্ত
মোট আক্রান্তের সংখ্যা ২৯,৫১০,৪১০জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৭৪,৩০৫ জন। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি করোনা মোকাবিলায় জি৭ রাষ্ট্রকে
বার্তা দিয়েছেন। তিনি এক
বিশ্ব এক স্বাস্থ্য চান। শুধু করোনা ভাইরাস নয় আগামী
দিনে স্বাস্থ্য সম্পর্কের যেকোন জরুরি অবস্থায় ‘জি৭’ রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা কাম্য। তিনি
সেই সঙ্গে করোনা টিকা ও পেটেন্ট প্রত্যাহারের আর্জি জানান।
প্রধানমন্ত্রীর দাবিকে ফ্রান্স অস্ট্রিলিয়া, জার্মান শনিবার জি৭ বৈঠকের
সদস্য না হয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী
বরিস জনসনের
আমন্ত্রণে এক বিশ্ব এক স্বাস্থ্য
নীতির আর্জি জানান এবং ভালো
সারাও পান।









কোন মন্তব্য নেই