করোনা হ্রাস পাচ্ছে, ২৪ ঘন্টায় ১,২৭,৫১০ মাত্র, মৃত্যু হয়েছে ২,৭৯৫জন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনার
দ্বিতীয় ওয়েভ প্রায় শেষের পথে। প্রথমে বয়স্করা
আক্রান্ত হয়েছিল এখন যুবক থেকে মধ্য বয়স্করা আক্রান্ত হচ্ছেন।
এরপর তৃতীয় ওয়েভ এলে শিশুরা আক্রান্ত হবে বলে
বিশেজ্ঞরা পূর্বাভাস দিলেও। দেশ করোনা মুক্ত হওয়ার
সব লক্ষণ দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টায়
আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। এই সময়
মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের।
সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৫৫ হাজার ২৮৭ জন। দেশে মোট আক্রান্ত হয়েছিল ২ কোটির বেশি। মৃত্যু হয়েছে তিন লাখের বেশি মানুষের। দেশে এই
সময় এক্টিভ কেস হচ্ছে ১৮ লাখ, ৩১ হাজার ৮৯৫ জন।
পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায়
আক্রান্ত হয়েছে ১০ হাজারের
কিছু বেশি। মৃত্যু
হয়েছে ১৩১ জনের। অসমে ও কমছে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছেন। মোট চার লাখের বেশি আক্রান্ত
হয়েছিল। সেরাম ইনস্টিটিউটের অধিকর্তা
প্রকাশ কুমার সিং জানিয়েছেন জুন মাসের মধ্যে ৯.১০ কোটি
কোভিশিল্ড উৎপাদন করবে। টিকাকরণ
নীতি নিয়ে সুপ্রিমকোটের তীব্র সমালোচনার মুখে
পড়ল কেন্দ্রীয় সরকার। সোমবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর
বিচারপতি এল এন রাও এবং বিচারপতি রবীন্দ্র ভাটকে
গঠিত ডিভিশন কেন্দ্রকে প্রশ্ন করে টিকার দামের বিভিন্নতা,
টিকার আকাল, গ্রাম ভারতের প্রতি অবহেলা সম্পর্কে। কেন্দ্র
রাজ্য মিলে টিকা নীতি প্রণয়নের পরামর্শ দেন। দেশে
এপর্যন্ত ২২ কোটির
বেশি মানুষ টিকা পেয়েছে।
কোন মন্তব্য নেই