Header Ads

উনিশ মে উপলক্ষে বিসানি পরিবারের ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: ১৯৬১ সালের বাংলার ঐতিহাসিক উনিশের শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে উনিশ মে দিবস উদযাপিত হল বিশ্ববাংলা সাহিত্য নিকেতনের (বিসানি) এক ভার্চুয়াল লাইভ প্রোগ্রামের মাধ্যমে বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা ৮ ঘটিকা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.৩০ ঘটিকায়। জমজমাট অনুষ্ঠানে শিলচরের উনিশে মের একাদশ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্বে গান,কবিতা ও আলোচনার মাধ্যমে উনিশের চেতনা বিশ্বে বাঙালিদের প্রাণে পৌঁছে দিতে বিসানির ছিল আয়োজন। একঝাঁক গুণী মানুষের সমাবেশে বিসানির আঙিনায় এক চমকপ্রদ লাইভ অনুষ্ঠান হল। উনিশের ভাষা আন্দোলনের কথা বললেন বরাকের কৃতিসন্তান, বাংলা ভাষার সাধক, কবি, নাট্যকার ও প্রাক্তন শিক্ষক আশুতোষ দাস হাইলাকান্দি থেকে। তিনি আবৃতি করেন স্বরচিত ঊনিশের এক কবিতা। উনিশে মের চেতনা নিয়ে মনোজ্ঞ বিশ্লেষণ করেন দিল্লীস্থ আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত। তিনি বলেন বর্তমান বাংলা চর্চার নিরিখে শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিভিন্ন ব্যক্তি চেতনায় উনিশ ভাষা সংগ্রামের ধারক ও বাহক বিশ্বের বিভিন্ন প্রান্তে। উনিশ চেতনা শেখায় সব ভাষার সম্মান করার প্ৰয়োজনীতার উপর এবং বহুভাষী বরাক উপত্যকায় এ চেতনা বিদ্যমান,  তিনি সুন্দর এক বিশ্লেষণ করে বলেন। অনুষ্ঠানে ছিলেন বিসানি প্রতিষ্ঠাতা ও বরাকের কন্যা যুথিকা দাস শিলচর থেকে। বিসানির প্রচার সম্পাদক সন্দীপন শীল কলকাতা থেকে সুন্দর করে ভার্চুয়াল লাইভ প্রোগ্রামটি সঞ্চালনা করেন।  তার কবিতা আবৃত্তিতে এক নুতন মাত্রা যোগ হল উনিশের আলোচনা সন্ধ্যায়। উপস্থিত ছিলেন দিল্লির শিক্ষিকা এবং বাচিক শিল্পী সুধৃতি দত্ত। কবি ও বাচিক শিল্পী অরুণজিৎ দত্ত শিলিগুড়ি থেকে অংশগ্রহণে করায়  অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। বাচিক শিল্পী সুধৃতি দত্তের অনন্য কণ্ঠে কবি যুথিকা দাসের কবিতা হয়ে উঠে প্রাণময়। সঙ্গীত শিক্ষক কস্তুরি দত্ত কলকাতা থেকে কণ্ঠের জাদুকাঠিতে প্রাণবন্ত করে তুলেন গোটা লাইভ অনুষ্ঠানকে। তিনি বলেন মাতৃভাষায় নিজের মৌলিক ভাবনাকে অতি সহজে প্রকাশ করা যায়। বিসানি পরিবারের প্রতিষ্ঠাতা যুথিকা দাস 'নমামি বরাক' স্বরচিত কবিতাটি পাঠ করেন। বিসানির তরফ থেকে বিশ্ব বাঙালিদের জানানো হয় রক্তিম অভিবাদন। মাতৃভাষা মাতৃ দুগ্ধসম যা প্রতিটি জাতির উচিত নিজের মাতৃভাষাকে সুরক্ষা ও সম্মান জানানো, বলেন সভানেত্রী যুথিকা দাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.