Header Ads

দেশদ্রোহের মামলায় লেখিকা শিখা শর্মা


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : "বেতনভোগী সরকারি চাকরিজীবীরা কাজ করতে গিয়ে মারা গেলে তাদের তো  শহিদ ঘোষণা করা হয় না। তবে বিদ্যুৎস্পিষ্ট হয়ে মারা যাওয়া সরকারি কর্মীদের কেন শহিদ ঘোষণা করা হবে না। মানুষকে আবেগপ্রবণ করে তোলে সংবাদমাধ্যম।" মাওবাদী হামলায় শহিদ জওয়ানদের নিয়ে এই ধরণের আপত্তিকর মন্তব্য পোস্ট করে  লেখিকা শিখা শর্মাকে জেলে যেতে হল। পুলিশ কমিশনার মুন্না প্রাসাদ গুপ্তা জানান, সংগীত শিল্পী লেখিকা শিখা শর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারায় দেশদ্রোহের মামলা রুজু করা হয়েছে।। গৌহাটি হাই কোর্টের দুই এডভোকেট  কঙ্কনা  গোস্বামী এবং উর্মি ডেকা  দিসপুর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আকাশ বানীর কর্মী শর্মাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এর আগেও একবার ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করে বিপদে পড়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.