কোভিড পরীক্ষা ও টিকাকরণ কেন্দ্রে ব্যাপক হয়রানি
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : সম্প্রতি হাইলাকান্দির পৌর এলাকার টাউন হলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোভিড পরীক্ষা ও টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রতিনিয়ত প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হচ্ছে। সেই কারণে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়ে উঠছে না। ফলে এমতাবস্থায় রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। তাই এর পরিপ্রেক্ষিতে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি হাইলাকান্দির পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে উক্ত পৌর এলাকায় আরও কয়েকটি কোভিড পরীক্ষা ও টিকাকেন্দ্র স্থাপন করার অনুরোধ জানানো হয় বলে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি সূত্রে খবরটি জানা গেছে।









কোন মন্তব্য নেই