Header Ads

খেলা হবে, এবার প্রধানমন্ত্রীর মুখে চলো পাল্টাই, দিদি তোমার খেলা শেষ

অমল গুপ্ত, গুয়াহাটি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কুচবিহারে এক বিশাল জনসভা  সম্বোধন  করে  খেলা হবে শ্লোগান  বদল করে চলো পাল্টাই’   স্লোগান তুলে জনসভাকে  উজ্জীবিত করেন। ও দিদি ও দিদি’  এই ঘন ঘন সম্বোধন আজ নতুন মাত্রা পেল।  প্রধানমন্ত্রী আজ যোগ করেন আদরণীয়  দিদি। মমতা যেখানে বলছেন, প্রধানমন্ত্রী তাকে দিদি বলে সম্বোধন করে অপমান করছেন, উপহাস করছেন। বিজেপি  সাংসদ লকেট  চট্টপাধ্যায় বলছেন, প্রধানমন্ত্রী দিদিকে  সম্মান জানাচ্ছেন।  অসম্মানের প্রশ্নই উঠে না। অন্যদিনের মত এই সম্বোধন শোনার  সঙ্গে সঙ্গে জনসভার লক্ষ মানুষ   উচ্ছাস প্রকাশ করছেন। আজ প্রধানমন্ত্রী চল পাল্টাই স্লোগানকে নতুন মোড়কে পুড়ে  অন্য মাত্রা দিলেন। তিনি বললেন, তৃণমূল সরকারের দুর্নীতি আমজনতা  জবাব দিল চল পাল্টাই। তিনি বললেন, সিন্ডিকেট রাজ, কাটমানি রাজ  খেলা বন্ধ হবে জনতা বলল চল পাল্টাই, তৃণমূল রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই  জনতা বললো চল পাল্টাই। পশ্চিমবঙ্গের পুরানো গৌরব   জনতা বলল, চলো পাল্টাই। প্রধানমন্ত্রী জনতার মুখ দিয়ে  বিজেপির কথা বলিয়ে নিলেন।  অসমের মত সেখানেও বিশাল জনসভায়  এক মহিলা অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী তার সঙ্গের মেডিক্যাল  টিমকে  সেখানে গিয়ে মহিলার চিকিৎসা করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, এর আগে কুচবিহারে  এক মঞ্চে তৈরি করে তৃণমূল  তার জনসভাকে আটকাবার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, তৃণমূল সরকার কুচবিহারকে ঠগাচ্ছে। মে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম  ক্যাবিনেট বৈঠকে এই অঞ্চলের কৃষি, পাট শিল্প, কোল্ড  স্টোরেজ নির্মাণ, চা শিল্প বিকাশে  বাজেট প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, দিদি যেভাবে নির্বাচন কমিশনকে গাল  দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে গাল দিচ্ছে, তাতে প্রমাণিত হয় দিদি খেলার আগেই হেরে গেছেন। তিনি বলেন, রাজ্যের মুসলিম ভোটারদের দিদি বলছেন, একজোট হয়ে তৃণমূলকে জেতাও। আমরা বিজেপি যদি বলতাম- হিন্দুরা একজোট হও, তবে  নির্বাচন কমিশন নোটিশ পাঠাতো, এবার তা কেন হলো না। তিনি দাবি করেন, এবার মুসলিম ভোট বিজেপি পাবে। প্রধানমন্ত্রী বলেন, দিদি ভাইপো ট্যাক্স চালু করেছে। কয়লা ট্যাক্স, কয়লা ধুলেও সাফ হয় না। কালচিনিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলেন। তারা আবার ক্ষমতায় আসবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.