Header Ads

অসমে ৪০ টি আসনে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে ৩১ টি আসনের ৩১ টিতেই অশান্তি ,গণ্ডগোল

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে আজ ৪০ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট হল।  দু-একটি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা ছাড়া  ১২ টি জেলার  ৪০ টি আসনে  ৩৩৭ জনের  ভাগ্য  নির্ধারণ করলেন ৭৯ লাখ ১৯ হাজার ৬৪১ জন ভোটার।  ভোট পড়েছে ৮২ শতাংশ  অপরদিকে  পশ্চিমবঙ্গে ৬১৮ টি আধা সামরিক বাহিনীর নিরাপত্তা থাকা সত্তেও   তৃণমূল বিজেপি  সমর্থকদের মধ্যে   মারপিট, বোমাবাজি, খুন জখমের ঘটনা ঘটল এর জন্যে  নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করে লাভ নেই। পশ্চিমবঙ্গের  কালচার নষ্ট হয়ে গেছে। উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরছে। এক কেরলে ১৪০আসন, তামিলনাড়ুতে ২৩৪ টি আসন এবং পদুচেরিতে ৩০ টি আসনে আজ শান্তিপূৰ্ণভাবে ভোট হয়েছে। এক দফার ভোট। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করা সম্ভব নয় জেনে নির্বাচন  কমিশন দফায় ভোট করছে। খেলা হবে এই উস্কানিমূলক স্লোগানের জনক বীরভূম তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের  জেলা দুবরাজ পুরে এক বিজেপি  সমর্থককে হত্যা করা হয়। তৃণমূল সমর্থকরা  মৃতদেহ নিয়ে  যাওয়া এম্বুলেন্স আক্রমণ করে। আরামবাগে তৃণমূল প্রার্থী  সুজাতা মণ্ডল খানকে বিজেপি  সমর্থকরা আক্রমণ করেন বলে তৃণমূল অভিযোগ করেছে। তৃণমূল প্রার্থী নাজমুল করিম, উলুবেড়িয়ার  নির্মল মাঝির উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্যামপুরফলতা প্রভৃতি কেন্দ্র থেকে গণ্ডগোলর খবর এসেছে। রাতের খবর  অসমের কোকড়াঝাড়ে বিটিসি কর্মকর্তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ এসেছে।  ধুবড়ি জেলার হালাকুবাতে এক গন্ডগোল হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। পূর্ব গুয়াহাটি কেন্দ্রে  বিজেপি প্রার্থী   প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে  পরিস্থিতি উত্তপ্ত  হয়ে ওঠে।  রাজ্যে অন্তিম পর্যয়ে ভোট গ্রহণ  হয়। আগামী মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেইদিন পাঁচ রাজ্যের ফলাফল বেরোবে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৭.৯২ শতাংশ।নির্বাচন কমিশন  কলকাতা সহ জন  রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়ে বিতর্কের মুখে পড়েছে। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধর করা হয়েছে। তৃণমূল এর গাড়ি থেকে ই ভি এম পওয়া গেছে।  বিজেপি প্রার্থী স্বপন দাস গুপ্তের এজেন্টকে মারধোর করা হয়েছে।  ক্যানিঙে তাজা বোমা উদ্ধার।  পশ্চিমবঙ্গে হিংসা  নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে।  এখনো দফা ভোট বাকি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.