নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আগামী ১ এপ্রিল থেকে রাজ্যের সব টোল গেটে সংশোধিত হারে অর্থ আদায় করা হবে। আন্দোলনের ফলে অধিকাংশ টোল গেট বন্ধ ছিল। ভারতের সব রাজ্যে টোল গেট আছে অসমে তা ছিল না। জাতীয় সড়কের উন্নয়নের জন্যে টোল গেটে আদায় করা অর্থ খরচ করা হয়ে থাকে।
কোন মন্তব্য নেই