অমৃত মহোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর
নয়া
দিল্লিঃ ভারতের
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির আগে ৭৫ সপ্তাহের
কাউন্ট ডাউন হিসাবে স্বাধীনতার অমৃত
মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের সবর মতি
আশ্রম থেকে এই কর্মসূচির সূচনা
হয়। ২০২২ সালের ১৫ আগস্টের
৭৫ সপ্তাহ আগে এই মহোৎসব শুরু হল। ১৯৩০ সালের ১২ মার্চ
মহাত্মা গান্ধী ২৪ দিন ধরে
ব্রিটিশের বিরুদ্ধে লবন সত্যাগ্রহ শুরু করে ছিলেন। সেই দিনটিকে প্রধানমন্ত্রী বেছে
নেন। সেই ডান্ডি মার্চের স্মরণে আমেদাবাদ থেকে শুরু হল, শেষ হবে ২৪১ দিন বাদ
গুজরাটের ডান্ডিতে। প্রধানমন্ত্রী বলেছেন এই অতিমারীর সময়ে
স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশ এগোচ্ছে। তিনি বলেন,
বিশ্বের সর্ববৃহৎ টিকা করণ কর্মসুচি শুরু করেছে
দেশ। প্রধান মন্ত্রী বলেন, ব্রিটিশরা চায়নি ভারত লবণ উৎপাদনে
আত্মনির্ভরশীল হোক। আজ ভারত আত্মনির্ভরশীল
দেশ হিসেবে দ্রুত গড়ে উঠছে। প্রসঙ্গত ২০২২ সালে
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নতুন সংসদ ভবন
গড়ে উঠবে।









কোন মন্তব্য নেই