মুখ্যমন্ত্রী মাজুলি, হিমন্ত বিশ্ব শর্মা ঝালুকবাড়ি কেন্দ্রে প্রার্থী, মহন্ত বাদ গেলেন
অমল গুপ্ত, গুয়াহাটিঃ বিজেপি সভাপতি রঞ্জিত দাস পাঠাচারকুচি থেকে লড়বেন। সর ভোগ কেন্দ্রে সংখ্যালঘু ভোটার দের দাপট ঝুঁকি নিলেন না।অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহু নাটক করার পর শেষ পর্যন্ত ঝালুকবাড়ি কেন্দ্রে তার নাম ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল মজুলি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করবেন। শিলচর কেন্দ্রে দিলীপ পালকে বাদ দেওয়া হল। সোনাই কেন্দ্রে আবার টিকিট পেলেন উপাধ্যক্ষ অমিনুল হক লস্কর, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে কাটি গোড়া থেকে টিকিট দেওয়া হল। আজ দিল্লিতে বিজেপি নেতা অরুণ সিং তালিকা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দাবি করলেন বিজেপি আবার ক্ষমতায় ফিরবে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি সভাপতি রঞ্জিত দাস অগপ সভাপতি অতুল বরা উপস্থিত ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তকে টিকিট থেকে বঞ্চিত করা হল, বাহরাম পুর কেন্দ্র থেকে বিজেপির জিতু গোস্বামীকে টিকিট দেওয়া হল। বিজেপি ৭০, অগপ ২৬ এবং শরিক ইউ পি পি এলকে ৮ টি আসন ছাড়বে বিজেপি। তালিকা ঘোষণা করেই মুখ্যমন্ত্রী গুয়াহাটি ফিরে এসেছেন। লামডিং কেন্দ্রে আবার শিবু মিশ্র পেলেন। তার বিরুদ্ধে বহু অভিযোগ দিসপুরে গিয়েছিল, বিধানসভার ভূমিকা সন্তোষ জনক নয়।বরাকের সৎ প্রার্থী মিশন রঞ্জন দাসকে বাদ দিয়ে দুর্নীতির নানা অভিযোগ অভিযুক্তদের টিকিট দেওয়া হল। শিলচরে দিলীপ পাল কয়লা দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন দিসপুরে তার টিকিট কাটা গেল। মুসলিম জনগোষ্ঠীর মাত্র দুজনকে টিকিট দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা র পুত্র রাজদীপ গোয়ালা কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেন অথচ তাকে বিজেপি টিকিট দিলো না। হোজাই বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবকে ঝুলিয়ে রাখা হয়েছে। মুসলিমদের বিরুদ্ধে লাগাতার মন্তব্য করার অপরাধে তাকে বাদ দেওয়া হতে পারে, তবে এখনো চুড়ান্ত হয়নি। সব থেকে অন্যায় হয়েছে দুবারের প্রাক্তন মুখ্য মন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের প্রতি। মহন্তকে সারা দেশ চেনেন। রাষ্ট্রিয় রাজ নীতিতে তার অবদান আছে। অগপ সভাপতি অতুল বরাকে দেশের কেউ চেনেন? মহন্ত অসুস্থ, তাকে একটা সুযোগ দিতে পারত বিজেপি অগপ। তার প্রতি বিজেপি চরম অন্যায় করল বলে রাজনৈতিক মহল মনে করছে। সমগ্র বিজেপি সরকারে মাত্র একজন রাষ্ট্রিয় মুখ ছিলেন প্রফুল্ল কুমার মহন্ত তাকেও বাদ দেওয়া হল। অসমের সংখ্যা গরিষ্ঠ ভোটার বাঙালি হিন্দু কে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রায় ছেঁটে ফেলা হল।









কোন মন্তব্য নেই