দু তিন দিনের মধ্যে ফিরে কাজ শুরু করবো, ভিডিও বার্তায় মমতা
কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বা পায়ের গোড়ালি তে চিড় ধরেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে। যন্ত্রনা হচ্ছে। কলকাতা এস এস কে এম হাসপাতালে ভর্তি তিনি।এক ভিডিও বার্তায় বেড়ে শুয়ে অসুস্থ মমতা বলেছেন,আর দু তিন দিনের মধ্যে ফিরবো,সভা সমিতি করবো,দরকার হলে হুইল চেয়ার এ বসে সভা করবো বলেন পায়ের উপর গাড়ির চাকা পায়ের উপর দিয়ে গেছে তিনি, সবাইকে সংযত থাকার সংযম রক্ষা র আহ্বান জানিয়েছেন। বলেছেন গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন দিদি কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।নির্বাচন কমিশনের কাছে একই অভিযোগ করা হয়েছে। স্টার আনন্দ এর সাংবাদিক রা ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা খোলা ছিল,পথে দুটি থাম ছিল, তাতে গাড়ির চাকা লাগে পাশে মুখ্যমন্ত্রী বসে ছিলেন তিনি গাড়ির মধ্যে পড়ে যান ।তাতেই আহত হন। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রী নাটক করছেন। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী ভণ্ডামি করছেন, তিনি পুলিশ মন্ত্রী সারা রাজ্যের পুলিশ তার হাতে অথচ তার পায়ে চোট লাগলো। সেখানে কোনো পুলিশ ছিল না। সাংসদ অর্জুন সিং বলেন সহানুভূতি টানার জন্যে নাটক করছেন। নির্বাচন কমিশন আগামী কাল বিকাল 5 তার মধ্যে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে। বিজেপি ও নিরপেক্ষ তদন্ত চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।









কোন মন্তব্য নেই