রেলওয়ে এরিয়া ম্যানেজারকে স্মারক প্রদান বদরপুরের আইনজীবিরা
সুব্রত দাস, বদরপুর: লক ডাউন শেষে ভারত সরকার আনলক করে দিলে ধীরে ধীরে অর্থনীতি পুনরায় সতেজ হতে দেখা যাচ্ছে।কিন্তু আনলক হয়ে গেলেও ট্রেন পরিষেবা পুরোপুরি চালু না হওয়ার আজ পর্যন্ত কর্মহারা হয়ে আছে অনেকেই। এ নিয়ে শিলচর-আগরতলা ট্রেনে সাধারণ নিত্য যাত্রীদের জন্য অসংক্ষরিত কোচের দাবিতে এরিয়া ম্যানেজারকে স্মারকপত্র প্রদান করেন বদরপুরের আইনজীবিরা। তারা স্মারকপত্রে উল্লেখ করে বলেন,শিলচর-আগরতলা এক্সপ্রেস ট্রেনের শুরু থেকে স্থানীয় যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে স্বপ্ল যাত্রা শুরু করেছিলেন,তবে কোবিড -১৯ এর বাড়াবাড়িও লকডাউনের সময় সমস্ত ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল।তারা বলেন রেল কতৃপক্ষ পরবর্তী আদেশে শিলচর-আগরতলা এক্সপ্রেস বিশেষ ট্রেনে চালানো শুরু করে।আগরতলা থেকে শিলচর পর্যন্ত ট্রেনে সাধারণ কোচ সরবরাহ করা হয়নি। প্রতিদিনের স্থানীয় দৈনিক যাত্রীরা ভ্রমণের জন্য দূরদূরান্তে যাত্রা করতে পারছেন না। এছাড়াও স্থানীয় দৈনিক যাত্রীদের জন্য সাধারন কোচের দাবি করা হয়। বরাক উপত্যকার অন্যান্য লোক্যাল ট্রেনগুলি চলাচলের জন্য অনুরোধ করেন। লোক্যাল ট্রেনের প্রতিদিনের যাত্রীদের জন্য কমপক্ষে ২-৩ টি সাধারণ কোচের ব্যবস্থা করার দাবি রাখেন। এদিন আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববরণ বড়ুয়া,দিলীপ দাস, রাজু চন্দ্র দেব, রসেন্দ্র দেব,আফতাবুর রহমান তালুকদার,মকসিলুর রহমান,অরিন্দম হাজরা,বিকি দাস প্রমুখ।
কোন মন্তব্য নেই