Header Ads

নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর ১০ ডিসেম্বর

 

নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি : ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ১০ ডিসেম্বর প্রস্তাবিত সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শনিবার জানিয়েছেন। ৬৪-৫০০ বর্গ মিটারের এলাকার উপর তা নয়া দিল্লিতে নির্মিত হবেখরচ হবে ৯৭১ কোটি টাকানির্মাণ করবে টাটা প্রজেক্ট এবং কেন্দ্রীয় পূর্ত্ত বিভাগ যৌথভাবে। লোকসভায় ৮৮৮ জন সাংসদের বসার এবং রাজ্যসভার ৩৮৪ জন বসার জায়গা হবে। বর্তমানে লোকসভায় ৫৪৩ জন ও রাজ্যসভায় ২৪৫ জনের বসার ব্যবস্থা আছে। ব্রিটিশ আমলের সংসদ ভবন না ভেঙে মিউজিয়াম করা হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.