Header Ads

কামাখ্যা মন্দিরের চূড়ায় বসল সোনার কলস

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমের নীলাচল পাহাড়ে কামাখ্যা মায়ের মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। কামাখ্যা মন্দিরের চূড়ায় বৃহস্পতিবার তিনটি সোনার কলস মুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্দিরের সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে  ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানী কামাখ্যা মন্দিরে সোনার কলসগুলো দান করেছেন। কলস গুলির ওজন হাজার ১৯কিলোগ্রাম। আম্বানি পরিবার থেকেই কামাখ্যা মন্দিরে বহুমূল্য সোনার কলসগুলো দান করা হয়েছে।  দুর্গাপূজার আগে থেকেই কলস বসানোর কাজ শুরু করা হয়েছিল আর দেওয়ালির পর এ কাজ সম্পন্ন হয়। আনুষ্ঠানিকভাবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার স্বর্ণ কলসগুলি অনাবরন করা হয়। ফলে মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে গেছে।

অতিমারি কোভিড-২৯ এর কারণে গত মার্চ মাস থেকে কামাখ্যা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। দুর্গাপূজার আগে মন্দির ভক্তদের জন্য জন্য খুলে দেওয়া হয় । এরপর সোনার কলসগুলি বসানো হয়। এর জন্য প্রথমে কপার স্ট্রাকচার তৈরি করা হয় এর ওপর সোনার কাজ করা হয়। স্থানীয় শিল্পকাররা অনেক কষ্ট করে কাজটা সম্পন্ন করেছেন। এরপরে কলসগুলি মন্দিরের চূড়ায় স্থাপন করা হয়। প্রতিবছর মার মন্দির দর্শন করতে দেশ-বিদেশের হাজারো ভক্ত দরবারে উপস্থিত হন। এবার মন্দির দর্শনে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। মন্দির পরিচালনা সমিতি মন্দিরের সুরক্ষা ব্যবস্থা আরও আরও বাড়িয়ে দিয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.