Header Ads

কয়েকজন অগ্ৰণী নারীকে নারী শক্তি অসমের পুরস্কার প্ৰদান

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দিসপুর প্রেস ক্লাবে নারী শক্তি অসমের সৌজন্যে আজ সামাজিক, সাংস্কৃতিক ও নারীর বিভিন্ন দিক নিয়ে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

আজকের এই অনুষ্ঠানে নিজের প্রতিভার মাধ্যমে নিজের কর্মক্ষেত্রে গঠনমূলক পদক্ষেপ প্রস্তুত করা কেয়কজন মহিলাকে প্রেরণামূলক আদর্শ নারী বটা-২০২০নারী শক্তি বটা-২০২০ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভাষণ রাখেন, "নারী শক্তি অসম"-এর প্রতিষ্ঠাপক সভানেত্রী তথা রাষ্ট্রীয়, মহিলা সুরক্ষা গঠনের রাষ্ট্রীয় সচিব, প্রদেশ অধ্যক্ষা ড. নম্রতা শর্মা বলেন, সমাজের কল্যাণার্থে নারীরা সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। মহিলাকর্মী, মহিলা সংগঠনগুলির অগ্রণী ভূমিকার জন্যই হোক বা যুগের পরিবর্তনের জন্যই হোক, তুলনামূলকভাবে লিংগ বৈষম্য কিছু পরিমাণে হলেও হ্রাস পেয়েছ।

যখন পুরুষ-মহিলা সমান অধিকার ভোগ করতে পারবে, যখন নারীরা নিজের পায়ে সম্পূর্ণরূপে দাঁড়িয়ে উঠবে, যখন নারীরা স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ-সুবিধা লাভ করবে, তখনই সমাজে প্রকৃতার্থে নারী সবলীকরণ সম্ভব হয়ে উঠবে। যে দেশে নারী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশের প্রধান, ডাক্তার, পর্বতারোহণ, খেলাধূলা প্রভৃতিতে পা রেখেছে, সেদেশেই নারীদের নির্যাতন চলছে। এসব থেকে নারীরা কবে মুক্ত হবে? যখন আমরা সুশিক্ষা, সুষ্ঠ মানসিকতা দিয়ে ভালো চিন্তাভাবনা করতে সক্ষম হব! আমাদের উদ্দেশ্য, মহিলা সবলীকরণ, শিক্ষা, সামাজিক ন্যায়, নারী সুরক্ষা, পরিবেশ সুরক্ষা ও শান্তি স্থাপন।

নারী শক্তি অসম- সংগঠনের সম্মানীয় উপদেষ্টা তথা জেষ্ঠ্য সাংবাদিক প্রিয়ংকা শর্মা পি ভরদ্বাজ বলেন, সমাজে একজন নারীর প্রভাব অপরিসীম। নারী হল শক্তির আধার, নারী শক্তি জ্রাগ্রত হলে তাকে পরাস্ত করার ক্ষমতা কারোর নেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষয়িত্রী ড. তৃষ্ণা হাজরিকা গোস্বামী। নারী শক্তি অসম আজ বিভিন্ন ক্ষেত্রের যে চারজন নারীকে আদর্শ নারী বটা-২০২০ প্রদান করেছে তারা হলেন, করবী বরশইকিয়া(সাংবাদিক), বৰ্ণালী ভরালী(সাহিত্যিক), রূপশিখা চৌধুরী(সংগীত শিল্পী) ও কল্পনা দেবী(প্ৰশাসনিক প্রধান)৷

এদিকে, ১০ জন নারীকে "নারী শক্তি বটা-২০২০" প্রদান করা হয়েছে। তারা হলেন, প্ৰিয়ংকা শৰ্মা পি ভরদ্বাজ(সাংবাদিক), সৈয়েদা সিফা ফিরদসিয়া (মহিলা উদ্যোগী), রিংকি কলিতা(অসম পাট মুগার উদ্যোগ), মিলি তালুকদার মেধি(সাংস্কৃতিক কৰ্মী), পম্পী শৰ্মা খাউণ্ড(ব্যঞ্জন বিশেষজ্ঞা), রুবী কলিতা(সাংস্কৃতিক কৰ্মী), রঞ্জিতা দত্ত(সমাজ কল্যাণ বিভাগে কর্মরত), ডাঃ রুবী কটকী(বিশিষ্ট দন্ত চিকিৎসক, লেখিকা, সমাজ সেবিকা), হিমামণি কলিতা(গবেষিকা ছাত্ৰী), এলিন মহন্ত(অধিবক্তা) এবং জেরিণা বরুয়া(অভিনেত্ৰী, শিল্পী)। আজকের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী নারীরা সহ বহু জনগণও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.