Header Ads

এআইইউডিএফ-কংগ্রেস সমঝোতা জিএমসি-র জন্যে বন্ধ হয়ে আছেঃ বদরুদ্দিন আজমল

ছবি, সৌঃ আন্তর্জাল


 অমল গুপ্ত, গুয়াহাটি

কংগ্রেস এআইইউডিএফ সমঝোতা এখন জিএমসিএইচ-এ বন্ধ হয়ে আছে, তরুণ গগৈ সুস্থ হয়ে উঠলে সেই সমঝোতা গতি পাবে। আজ এআইইউডিএফ-এর সভাপতি বদরুদ্দিন আজমল এক ফুলের তোড়া নিয়ে করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সঙ্গে সাক্ষাৎ করে এসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করে বলেন, কংগ্রেস দলের সঙ্গে সমঝোতা পুরোপুরি পাকা বা সুনিশ্চিত, তরুণ গগৈ সুস্থ হয়ে ফিরলে  সমঝোতা গতি পাবে, জানুয়ারি মাসে চূড়ান্ত হবে। অপরদিকে আজ শিবসাগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার সমাধিস্থলের উন্নয়নে ৫০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অর্থ মন্ত্রী বলেন-  রাজ্যের এক জটিল সন্ধিক্ষণে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বিরোধী দলপতি দেবব্রত শইকিয়ার উপস্থিতিতে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নাজিরা ৭টি পথ  ৬৭ কোটি টাকা ব্যয় করে সংস্কার করার কথা ঘোষণা করেন। 

অর্থমন্ত্রী কংগ্রেস দলপতিকে সন্তুষ্ট করলেন অপরদিকে বদরুদ্দীন আজমলের দিকে তোপ দাগলেন। শরীরে এক বিন্দু রক্ত থাকতে বদরুদ্দিন আজমলকে দিসপুরের মসনদে বসতে দেওয়া হবে না। আজমলকে নিজের জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। চুকাফর পবিত্র মাটিতে বদরুদ্দীনদের কোনও স্থান নেই। বিজেপি একদিকে বদরুদ্দিনকে ভয় পাচ্ছে অপরদিকে  রাজ্য কংগ্রেস দলকে দূর্বল করার জন্যে ২০ বছরের এক মামলা নতুন করে শুনানি শুরুর তোড়জোড় শুরু করেছে। রাজ্যে যেখানে কোটি কোটি টাকার কয়লা, সুপারি সিন্ডিকেট চলছে, বরাকের বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে ২০০৮ সালের জুন মাসে প্রদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা ১০ লাখ টাকা সিবিআইকে ঘুষ দিয়েছিলেন মিথ্যা অভিযোগে, তদানীন্তন কংগ্রেস দলের এক নেতার অভিযোগে  জেল পর্যন্ত খাটতে হয়েছিল নিরপরাধ রিপুন বরাকে। সেই মামলায় ক্লিনচিট পান, আবার পুরনো এক মামলায় ফাঁসানোর চক্রান্ত চলেছে, ২০ বছর আগে গহপুরের এক ছাত্র নেতা ড্যানিয়েল টপ্নো খুন হন, সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অন্যান্যদের সঙ্গে কংগ্রেস সাংসদ রিপুন  বরার দিকেও আঙুল তোলা হয়েছিল, সেই মামলা আজও নিষ্পত্তি হয় নি, ভোটের বাজার, তাই সেই ইস্যু নতুন করে তুলে রিপুন বরার অস্বস্তি বাড়িয়ে দেওয়া হল। কংগ্রেস দলের নতুন পর্যবেক্ষক হিসাবে জিতেন্দ্র সিং নাকি বলেছেন কংগ্রেস ইউডিএফ সমঝোতা হলে অসমের হিন্দু ভোটে বিরূপ প্রভাব পড়বে, বর্ণ অসমিয়া ভোটাররা বিমুখ হবে, কংগ্রেস দলের দিল্লি সূত্র এই অভিযোগ অস্বীকার করে বলেন, জিতেন্দ্র সিং  একথা বলেন নি। বিজেপি পন্থী কংগ্রেস মহল একথা রটাচ্ছে, ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল স্বয়ং দিল্লিতে কংগ্রেস দলের ২, ৩ জন  কেন্দ্রীয় নেতার সঙ্গে ইতিমধ্যে সমঝোতা নিয়ে আলোচনা করেছেন, জিতেন্দ্র সিং ও সেখানে ছিলেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.