Header Ads

নীরেন্দ্রনাথ চক্রবর্তী : আজ ৯৬ তম জন্মদিন !!

 বিশ্বদেব চট্টোপাধ্যায়


নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্ম:২ কার্ত্তিক ১৩৩১(১৯ অক্টোবর ১৯২৪), বাংলাদেশের ফরিপুর জেলার চন্দ্র গ্রামে | একজন বাঙ্গালি কবি। আধুনিক বাংলা কবিদের অন্যতম।'উলঙ্গ রাজা' তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্হ। এই কাব্যগ্রন্হ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন। রাজ্যে পালাবদলের পর তিনি আর বাংলা আকাদেমির সভাপতির পদ গ্রহণ করেন নি। শিক্ষা : প্রথমে গ্রামের পাঠশালা,পরে কলকাতার স্কুলে ও কলেজে | জীবিকা সাংবাদিকতা | ১৯৫১ সালে আনন্দ বাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় উপদেষ্টাও ছিলেন | বড়দের জন্য কবিতাগ্রন্থ,কবিতা-বিষয়ক আলোচনাগ্রন্থ,ভ্রমণকাহিনী ও উপন্যাস লিখেছেন অনেক | লিখেছেন ছোটদের জন্য কয়েকটি ছাড়ার বই ও একটি উপন্যাস | উলঙ্গ রাজার জন্য আকদমি পুরুস্কারে সম্মানিত হন | অন্যান পুরুস্কার : তারাশঙ্কর-স্মৃতি,আনন্দ শিরমণি ইত্যাদি | ১৯৯০ সালে লিয়েঁজে বিশ্ব কবি কবিস্ম্মেলনে একমাত্র ভারতীয় প্রতিনিধি | শখ ছিল : ব্রিজখেলা ও ভ্রমণ |

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.