Header Ads

মালিগাঁও কামাখ্যা-পাণ্ডু পর্যন্ত উড়াল পুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী


ডিব্রুগড়ে হিমন্তের হুঙ্কার লাভ জেহাদ চালালে জেলে যেতে হবে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটিবাসীর স্বপ্ন সাকার করে অসমের দীর্ঘতম উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মালিগাঁও থেকে কামাখ্যা গেট অভিমুখী এবং মালিগাঁও থেকে পাণ্ডু সংযোগী দুই লেন যুক্ত উড়ালপুল নির্মাণের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, হিমন্ত রাজ্যের পরিকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তিনি উড়ালপুল বাস্তবায়নের ফলে মহানগরীর মানুষের যাতায়াতের সুবিধা হবে। এই উড়ালপুল দুবছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে, ব্যয় হবে প্রায় কোটি টাকা মন্ত্রী হিমন্ত জানান, গণেশগুড়ি থেকে আর জি বরুয়া রোড পর্যন্ত উড়ালপুল দুর্গা পূজার সময় এবং সুপার মার্কেটের উড়ালপুল আগামী বহাগ বিহুৰ সময় উদ্বোধন করা হবে। আজ ডিব্রুগড় বিজেপির মহিলা মঞ্চের কার্যনির্বাহী সভায় হিমন্ত ফের বছরের বাবর, ঔরঙ্গজেবকে টেনে আনলেন, বললেন ২০২১ সালে বিজেপি ক্ষমতায় এলে লাভ জেহাদ চলতে দেওয়া হবে নাকরলে চরম শাস্তি, জেলে যেতে হবে। সেই সঙ্গে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের নাম নিতেও ভুললেন না। মাদ্রাসা বন্ধের হুমকি দিলেন আজমল ধুবড়ি থেকে জয় যাত্রা শুরু করেছেন। তিনি যে রাজ্যের ৩৫ শতাংশ মুসলিম ধর্মালম্বীদের ভয় পেয়ে গেছেন, আগামী নির্বাচনে গুরুত্ব পূর্ণ ভূমিকা গ্রহণ করবে তা অনুমান করা যেতে পারে। তাই হিমন্ত লাগাতার আক্রমণ করে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.